শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

ওম্যান ট্রাফিকিং – নারী পাচার

ওম্যান ট্রাফিকিং – নারী পাচার

আমাদের দেশে নারী পাচারের প্রক্রিয়ায় এরিয়াভিত্তিক বিশেষ বিশেষ ক্ষমতাশীল ও বিত্তশালী সিন্ডিকেট বিদ্যমান। আর এসব সিন্ডিকেট নিজ নিজ এলাকায় নিজস্ব এজেন্ট বা বিশেষ নারী দালাল দ্বারা নারীকে প্রলুব্ধ করে। এসব মহিলা দালালরা অভাবগ্রস্ত নারীদের গৃহ পরিবারের কাজ , বাবুর্চির কাজ বা হোটেলের ডিশ ওয়াশের কাজের কথা বলে এবং উচ্চ হারে বেতন প্রদানের কথা বলে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে দুবাই পাচার করে। আর পাচারকৃত নারী নতুন সিন্ডিকেটের পাশবিক নির্যাতনের কারণে অনিচ্ছা সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনন্দ ফুর্তি করতে আসা পর্যটকদের শয্যা সঙ্গী হয় । একুশে টাইমসের সচিত্র ফুটেজের এককালের ভাগ্য বিরাম্বিত হত দরিদ্র এক নারীদের দেখা যাচ্ছে যে কিনা দুবাই এর অন্ধকার জগতের কেউ কাটা যিনি দেদারচ্ছে মদ্যপান করছেন।

পরিশেষে একটি কথা বলতে বাধ্য হচ্ছি প্রতিনিয়ত এই শহরের কিছু সমাজপতি ,ব্যবসায়ী ,রাজনীতিবিদ নিজেদের ব্যবসার স্থানে কিংবা রাজনৈতিক পদ পাওয়ার ঢাকার সোনারগাও ,শেরাটনের মতো হোটেল কেউ ব্যক্তিদের মনোরন্জনের জন্য নারীদের অর্থের বিনিনয়ে সাপ্লাই করে ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana