রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

এক রাজনৈতিক ঝড়ের নাম ———জাসদ

এক রাজনৈতিক ঝড়ের নাম ———জাসদ

সবেমাত্র – দেশটি স্বাধীন হয়েছে ; এখনও একবছর পেরোতে পারেনি ;আতুরঘরের গন্ধ যায়নি ।এমনি সংকটময়কালে বাংলার রাজনৈতিক আকাশে কাল বৈশাখীর ঝড়ের চেয়েও প্রলংয়কারী এক ঝড় দেশকে অস্থিতিশীল করে তুলো । বাহাত্তর সনে ছাত্রলীগের কাউন্সিল অধিবেশনে শেখ ফজলুর হক মনি বনাম সিরাজুল আলমখান দুটি উপদলে বিভক্ত। রাজনীতির রহস্যময় পুরুষ দাদাভাই নামে আখ্যায়িত  সিরাজুল আলম খানের অনুসারী ডাকসুর ভিপি

অ.স.ম আব্দুরব, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক সাজাহান সিরাজ ডাকসাইটে ছাত্রনেতা কাজি  আরেফ আহমেদ , ছাত্রনেতা হাসানুল হক ইনু প্রমুখেরা জাতীয় সমাজতান্ত্রিক দল ( জাসদ) গঠন করল । আর নব গঠিত জাসদের নেতা কর্মীরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে দেশবযাপী বিপ্লব , প্রতিবিপ্লব , শ্রেনীসংগ্রামের লক্ষে এক অস্থির সময়ের জন্মদিল।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana