রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন

ডক্টর ইউনুস – বিরল প্রতিভার অধিকারী

ডক্টর ইউনুস – বিরল প্রতিভার অধিকারী

ডক্টর ইউনুস সাহেব আমাদের গর্ব ও অহংকার। ব্যক্তিগত জীবনে ইউনুস সাহেব সোনার চামচ নিয়ে জন্মগ্রহন করে ছিলেন । কারন পিতা দুলা মিয়া ছিলেন চট্রগ্রামের সবচেয়ে বড় স্বর্নব্যবসায়ী। কিন্তু উনার পিতার অর্থ বিত্তের তোয়াক্কা না করে; ছোট বেলাতেই পড়াশোনায় মনযোগ দেন। বিশ্ববিদ্যালয়ের গন্ডি শেষ করে;উনি দেশের বাইরে গিয়ে অর্থনীতিতে পি.এইচ.ডি অর্জন করেন। এছাড়া উনি ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক।আমি নিজেও এই ক্যাক্টালির ছাত্র হওয়ার সুবাদে উনাকে শিক্ষক হিসাবে দেখতে পায় নি ।কারন আমাদের ভর্তি হবার ২বছর পূর্বেই ;চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জোবরা গ্রামে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলার জন্য ক্ষুদ্রঋন,প্রকল্প (micro credit program )চালু করেন ও সার্থকহন । এরপর উনাকে আর পেছনে তাকাতে হয় নি  ।জাতি নবেল পদক প্রাপ্ত ইউনুস সাহেবকে সৎ ও যোগ্য নেতা হিসেবে দেখতে চায়।

সম্পাদক,

একুশে টাইমস

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana