বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

গাজা ও পশ্চিম তীরে ১১ হাজারের বেশি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরাইল

গাজা ও পশ্চিম তীরে ১১ হাজারের বেশি শিক্ষার্থীকে হত্যা করেছে ইসরাইল

ইসরাইলি বাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৮ হাজার।

ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় ১০ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী নিহত ও ১৭ হাজার ২২৪ জন আহত হন। একইসময়ে পশ্চিম তীরে ১১৩ জন শিক্ষার্থী নিহত ও ৫৪৮ জন আহত হয়েছেন।
 
এছাড়া পশ্চিম তীর থেকে ৪২৯ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয়।
 
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরাইলে ১২০০ মানুষ নিহত হন। এই হামলার প্রতিবাদে গাজা উপত্যকায় প্রায় এক বছর ধরে হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। আর আহতের সংখ্যা ৯৫ হাজার ছাড়িয়েছে।
 
তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। রাস্তায় অনেকের লাশ পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এসব যোগ করলে হতাহতের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে।
সম্পাদক,একুশে টাইমস
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana