বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৮৬৫

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, চলতি বছরে একমাসে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু সেপ্টেম্বর মাসের ১৮ দিনেই তা ৩৬ জনে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৯৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, ঢাকা বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ৯৪ জন, বরিশাল বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২০ ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, বুধবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ২৪৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ হাজার ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১১৯ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

সম্পাদক,একুশে টাইমস

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana