শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন

ভূমিকম্প মোকাবিলা, আগাম প্রস্তুতির উদ্যোগ কোথায়!

ভূমিকম্প মোকাবিলা, আগাম প্রস্তুতির উদ্যোগ কোথায়!

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এদিক থেকে এটি মৃদু ভূমিকম্পের পর্যায়ে পড়লেও এর উৎপত্তিস্থল ঢাকার খুব কাছে হওয়ায় জনমনে একধরনের আতঙ্ক দেখা দিয়েছে। এ নগরীতে বড় আকারের ভূমিকম্পের আশঙ্কা করছেন অনেকে। উল্লেখ্য, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকার দোহার উপজেলায়।

উদ্বেগের বিষয় হলো, ভূমিকম্প মোকাবিলায় আমাদের তেমন কোনো প্রস্তুতি নেই। অথচ পূর্বপ্রস্তুতিই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার একমাত্র উপায়। ভূমিকম্প মোকাবিলার যথেষ্ট অভিজ্ঞ ও উন্নত প্রযুক্তির অধিকারী হওয়া সত্ত্বেও জাপানের মতো দেশে হতাহতের ঘটনা ঘটছে। সে তুলনায় আমাদের প্রস্তুতি ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সামর্থ্য অতি নগণ্য। কাজেই বড় মাত্রার কোনো ভূমিকম্প হলে আমাদের কী অবস্থা হবে, তা ভাবলে গা শিউরে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, রিখটার স্কেলে ৬ মাত্রার বেশি ভূমিকম্প হলে ঢাকাসহ বড় শহরগুলোর অধিকাংশ বাড়িঘর-স্থাপনা ধসে পড়বে। এ অবস্থায় ভূমিকম্পের সম্ভাব্য বিপদ ও ক্ষতি ন্যূনতম পর্যায়ে রাখতে হলে আমাদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিয়ে অগ্রসর হওয়া উচিত। এখানে বিল্ডিং কোড না মেনে যেভাবে অপরিকল্পিত উপায়ে ঘরবাড়ি তৈরি করা হয়েছে, তাতে মাঝারি মাত্রার ভূমিকম্পও একটু বেশি সময় স্থায়ী হলে ঘটে যেতে পারে প্রলয়ংকরী ধ্বংসলীলা।

অনলাইন ডেস্ক

একুশে টাইমস্

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana