বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

চাঁদের দক্ষিণ মেরুতে প্রজ্ঞানের প্রথম ভিডিও

চাঁদের দক্ষিণ মেরুতে প্রজ্ঞানের প্রথম ভিডিও

চন্দ্রযান-৩ চাঁদে সফল অবতরণের পর প্রকাশ্যে এসেছে রোভার প্রজ্ঞানের চাঁদের মাটি ছোঁয়ার ভিডিও। নতুন ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ল্যান্ডার বিক্রমের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটিতে নামছে রোভার প্রজ্ঞান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এই ভিডিও প্রকাশ করেছে। খবর এনডিটিভির
ওই ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে নিরাপদে অবতরণের পর প্রথম সেলফি শেয়ার করেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। ইসরোর শেয়ার করা সেই ছবি ও ভিডিওতে বিক্রমের ভেতর থেকে রোভার প্রজ্ঞানকে বেরিয়ে আসতে দেখা গেছে।

এনডিটিভি বলছে, গত বুধবার সন্ধ্যায় চাঁদের বুকে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। ঘণ্টাখানেক পর চাঁদে ধুলোর ঝড় থামে। এরপরই ল্যান্ডার বিক্রমের বুক থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। এই মুহূর্তে রোভার চাঁদের পৃষ্ঠ থেকে মাটি ও খনিজের নমুনা সংগ্রহ করছে।
আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভিডিওটি শেয়ার করা হয়েছে। এতে দেখা গেছে, ধীর গতিতে ল্যান্ডার বিক্রমের র‌্যাম্প বেয়ে নেমে আসছে প্রজ্ঞান। প্রকাশ্যে আসা ভিডিওর ক্যাপশনে ইসরো লিখেছে, ‘এভাবে ল্যান্ডারের র‌্যাম্প বেয়ে চাঁদের বুকে নেমেছে চন্দ্রযান-৩-এর রোভার।’
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana