শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন

গাঁজায় নৃশংস ইসরাইলী হামলা-বিশ্ব মানবতাকে হার মানিয়েছে

গাঁজায় নৃশংস ইসরাইলী হামলা-বিশ্ব মানবতাকে হার মানিয়েছে

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিজ মাতৃভূমিকে বহিরাগত ইহুদীদের হাত থেকে রক্ষা করতে; কিংবা মুসলিম জাহানের অন্যতম প্রাচীন মসজিদ ‘আল আকসার’ পবিত্রতা রক্ষা করতে ইসরাইলে সামরিক হামলা চালিয়েছে। এই হামলা যৌক্তিক ও অকাট্য।
হামাস কিংবা ফিলিস্তিনীদের উপর প্রতিশোধ নিতে আজ ১২ দিন যাবৎ ইসরাইলী সামরিক বাহিনী গাঁজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ও গাঁজাবাসী সামরিক আক্রমনের শিকার। জীবন বাঁচাতে ফিলিস্তিনী শিশু ও বৃদ্ধরা হাসপাতালে আশ্রয় নিয়েও রেহাই পাচ্ছে না। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা চিলড্রেন এর মতে ‘ইসরাইলী রকেট হামলায় গাঁজার একটি হাসপাতালে ৫০০ শিশুর প্রাণহানি ঘটেছে এবং প্রতি পনের মিনিটে গাঁজায় ১জন শিশুর মৃত্যু ঘটছে। এ পর্যন্ত ইসরাইলী হামলায় গাঁজায় নিহত তিন সহ¯্রাধিক মানুষের মধ্যে এক তৃতীয়াংশ শিশুর মৃত্যু ঘটেছে।’ অত্যন্ত দু:খ ও পরিতাপের বিষয় ইসরাইলীদের অন্যতম দোসর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাসপাতালে ইসরাইলী হামলাকে হামাসের মামলা বলে আখ্যায়িত করেছেন। একেই বলে উদোর পিন্ডি বুঁদোর ঘাড়ে। একের দোষ অন্যের উপর চাপানো।

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana