বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

ভৈরবে উপ-সচিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার জমি দখল ও হয়রানির  প্রতিবাদে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল 

ভৈরবে উপ-সচিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার জমি দখল ও হয়রানির  প্রতিবাদে মানববন্ধন ও  বিক্ষোভ মিছিল 

এম এ হালিম, বার্তা সম্পাদক : ধর্ম মন্ত্রণালয়ের উপ- সচিব হাসিনা বেগমের  বিরুদ্ধে  ক্ষমতার অপব্যবহার, ভবন নির্মাণে বাধা,  মিথ্যা  মামলা প্রত্যাহার ও হয়রানির  প্রতিবাদে ভৈরবে রাজনগরে  মানব বন্ধন ও বিক্ষােভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে।   আজ রোববার  সকালে রাজনগর – শিমুল কান্দি সড়কে ঘন্টাব্যাপী   এ মানব বন্ধন হয়েছে । এ সময়  মানববন্ধনে ভোক্তভোগী  বাচ্চু মিয়া, শাহজাহান মিয়া,সিদ্দিক মিয়া, উপ- সচিবের চাচাতো ভাই আপ্তু মিয়া, ও  বিধবা হাসনা বেগমসহ প্রতিবেশীরা জানান, ধর্ম মন্ত্রণালয়ের উপ- সচিব হাসিনা বেগম দীর্ঘ কয়েক মাস যাবৎ ভবন নির্মাণে বাধা দিচ্ছে । অথচ বাচ্চু মিয়ার পিতার ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করছে।  কিন্তু  তারপর ও  সে পুলিশ  দিয়ে  হয়রানি  করছে। শুধু হয়রানিই নয়। তিনি আদালতে  ২ টি মিথ্যা মামলা দায়ের  করেছেন। এ বিষয়ে উপ- সচিবের চাচাতো ভাই আপ্তু মিয়া  অভিযোগ  করে বলেন, ক্ষমতার অপ ব্যবহার করে তিনি  আমার জমি দখল  করে রেখেছেন । এছাড়া তার চাচাতো  ভাইয়ের  বউ  বিধবা হাসনা বেগম বলেন তার ২ শতাংশ  জমি জোর করে দখলে নিয়ে  ভবন নির্মাণ করেছে । এ শোকে শোকে আমার স্বামী  মারা গেছেন । এ বিষযে শাহজাহান মিয়া বলেন, আমার ভাই ভবন নিমর্মান কাজে ধরলেই তিনি ফোন করে পুলিশ  পাঠিয়ে  কাজ বন্ধ করে দেয় । অথচ এরআগে সহকারী কমিশনার  ( ভূমি) ও এর আগে এসেছেন  এবং আমাদের দলিল  ও কাগজ পত্র দেখে সঠিক বলে গেছেন । তার এখানে কোন জায়গা নেই। এটা এলাকার সালিশ  বৈঠক  ও মাপজোকে প্রমাণ হয়েছে ।  এ বিষযে উপ- সচিব হাসিনার সাথে  মোবাইল  ফোনে কথা হলে তিনি জানান, তার সম্মান ক্ষুণ্ণ করার  জন্য এটা একটা ষড়যন্ত্র। তিনি কারো জমি দখল  করেননি বরং অভিযোগকারীরা আমাদের পূবর্ব পুরুষদের  চলাচলের  সড়ক টি বন্ধ  করে  দিয়েছে ।  চলাচলের  র্াস্তা ফেরত পাওয়ার  জন্য এবং  আমার ভাই – বোনদের অত্যাচারের বিচার পেতে তারা আদালতের স্মরণাপন্ন হয়েছে ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana