শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

যে কারণে একাই প্রচারে গামছার প্রার্থী

যে কারণে একাই প্রচারে গামছার প্রার্থী

একুশে ডেস্ক :

পাবনা-৪ আসনে গামছা প্রতীক নিয়ে লড়ছেন আতাউল হাসান। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী। যদিও তাদের দলের এখানে কোনো কমিটি নেই। তার সঙ্গে প্রচারে একজন কর্মীও নেই। একাই একটি অটোরিকশায় দুটি মাইক বেঁধে ঘুরছেন ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন প্রান্তে। রাস্তার কোনো মোড়ে দুই-চারজন মানুষ দেখলেই রিকশা থামিয়ে বক্তব্য রাখছেন। তার কথায় কেউ কোনো গুরুত্ব না দিলেও বক্তব্য থামে না। নির্বাচনে কেন তাকে ভোট দেবেন ভোটাররা সেই যুক্তিও তুলে ধরছেন।

তিনি বলেছেন, একমাত্র কৃষক শ্রমিক জনতা লীগ ক্ষমতায় গেলে এ দেশের পরিবর্তন করতে পারবে। আমাকে ভোট দিলে এবং নির্বাচিত করলে পার্লামেন্টে আপনাদের কথা বলব। রাস্তা-ঘাটসহ অন্যান্য সমস্যার সমাধান করব। ভুল জায়গায় ভোট দিয়ে কোনো উন্নতি হয়নি। এবার সঠিক জায়গায় ‘গামছা মার্কায়’ ভোট দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য অংশ নিন।

গত মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী বাজারের প্রধান গেটের সামনে এভাবেই তাকে বক্তৃতা দিতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana