বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন

বাঙালী ও বাংলাদেশ

বাঙালী ও বাংলাদেশ

আমরা কারা ? আমরা বাঙালী। পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায় বসবাসকারী জন গোষ্ঠীই বাঙালী নামে পরিচিত। আর জনগোষ্ঠী রক্তের সাথে কালের পর কাল মিশেছে উন্দো-আর্য, হুন, শক, মুঘল প্রভৃতি জনগোষ্ঠীর রক্তধারা। তাই জাতি হিসেবে বাঙালিরা সংকর জাতি।
শেখ মুজিব অবশ্য কখানেই পূর্ব পাকিস্তান শব্দটা উচ্চারণ করতে চাইতেন না। ১৯৪৭-এর পরও তাঁর জন্মভূমিকে তিনি ডাকতেন ‘পূর্ব বাংলা’ বলে। বিংশ শতাব্দীর ষাটের দশকের শেষের দিকে- তিনি এর নাম দিয়েছিলেন বাংলাদেশ। আসলে, ইংরেজ শাসনের অবসানের পর, পাকিস্তানের পূর্ব অংশটাকে বহুদিন ‘পূর্ব পাকিস্তান’ নাম দেওয়াও হয়নি। এটা পূর্ব বাংলা বলেই পরিচিতি ছিল। তারপর যখন পশ্চিম পাকিস্তানীরা এর নাম সরকারিভাবে ‘পূর্ব পাকিস্তান’ রাখার উদ্যোগ নেয়। তখন শেখ মুজিব এর প্রতিবাদ করেছিলেন। পাকিস্তান গণপরিষদে তিনি বলেছিলেন, স্যার, আপনি দেখবেন, ওরা পূর্ব বাংলা নামের পরিবর্তে ‘পূর্ব পাকিস্তান’ নাম রাখতে চায়। আমরা বহুবার দাবি জানিয়েছি যে, আপনারা এটাকে বাংলা বলে ডাকেন। বাংলা শব্দটার একটা নিজস্ব ইতিহাস আছে, আছে ঐহিহ্য ও সংস্কৃতি।

শাফায়েত জামিল রাজীব
-সম্পাদক
একুশে টাইমস্ নিউজ মিডিয়া
এন্ড ইউটিউব চ্যানেল।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana