শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

৫ম পর্ব: সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক

৫ম পর্ব: সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক

রক্তস্নাত মুক্তিযুদ্ধ শেষ হলো; উদিত হলো বাংলার আকাশে-বাতাসে লাল-সবুজের পতাকা। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতা-উল গনি ওসমানীর পরামর্শে ‘S’ ফোর্সের প্রধান শফিউল্লাহ-কে সেনাবাহিনীর প্রধান, ‘Z’ ফোর্সের প্রধান জিয়াউর রহমান সেনাবাহিনীর উপ-প্রধান এবং ‘K’ কোর্সের প্রধান ব্রিগেডিয়ার খালেদ মোশারফকে সি•জি•এস পদে বঙ্গবন্ধু নিয়োগ দান করলেন। কিন্তু জিয়া হলো শফিউল্লাহর একজন সিনিয়র; যদিও উভয়ের `৭১ এর পূর্বে পাকিস্তান আর্মির মেজর ছিলো। তবে তখন থেকে জিয়া বঙ্গবন্ধুর প্রতি বীর শ্রদ্ধা ছিল এবং `৭৫ এর ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের অনেক তথ্যই হল জানার ছিল। তবে সিনিয়র অফিসার হিসেবে প্রতিরোধ তো দূরের কথা; বরং ইতিহাস সাক্ষী দেয় রশীদ-ফারুক-ডালিম চক্রের প্রতি উনার নীরব সমর্থন ছিল। জিও তখন wait and see টিমটিকে প্রাধান্য দিয়েছিলো।

(চলবে)

সম্পাদক,একুশে টাইমস

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana