শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ন

৬ষ্ট পর্ব- সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক: জিয়া

৬ষ্ট পর্ব- সেনানায়ক থেকে রাষ্ট্রনায়ক: জিয়া

সদ্য স্বাধীন দেশের আকাশে-বাতাসে উড়তে শুরু করল রক্তস্নাত ও ত্যাগ-তিতিক্ষার তপস্যা- লাল-সবুজের পতাকা। বঙ্গবন্ধু আরও পনের দিন পর, দীর্ঘ নয় মাস মাটির নিচের এক আন্ডারগ্রাউন্ড জেল থেকে বের হয়ে স্বাধীন বাংলায় পা রাখল। তখন মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপ্রধান আতাউল গনি ওসমানির পরামর্শে শেখ মুজিব ‘S’ ফোর্সের কমান্ডার, মেজর শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান এবং ‘Z’ ফোর্সের কমান্ডার মেজর জিয়াকে উপ-প্রধান পদে নিয়োগ প্রদান করল। কিন্তু জিয়া বঙ্গবন্ধুর এই সিদ্ধান্তে কিছুটা নাখোশ হলো। কারণ স্বাধীনতার পূর্বে যদিও দু’জনই মেজর ছিল। কিন্তু জিয়া ছিল শফিউল্লার এক ব্যাচ সিনিয়র অফিসার। উল্লেখ্য,`৭৫ এর ১৫ই আগস্টের পঠ পরিবর্তনের পর ২৪ শে আগস্ট মোস্তাক সরকার মেজর জেনারেল শফিউল্লাহ কে সেনাবাহিনীর পদ থেকে অপসারিত হয় এবং মেজর জিয়াকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়।

সম্পাদক

একুশে টাইমস।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana