বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

সহনশীল দ্রব্যমূল্য চাই

সহনশীল দ্রব্যমূল্য চাই

বাজারব্যবস্থা লেজে-গোবরে অবস্থায় পরিণত হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যের দাম। বাজারে পর্যাপ্ত পরিমাণ পণ্যের সরবরাহ থাকলেও দাম ঠিক থাকে না। একই দ্রব্যের সকালে এক দাম, তো বিকেলে আরেক দাম। বাজার করতে এসে দ্রব্যমূল্যের অবস্থা দেখে মধ্যবিত্ত ও নি¤œবিত্ত ক্রেতারা হতাশ।
জনগণকে স্বস্তি দিতেই এবার অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতির মাধ্যমে দ্রব্যের দাম সহনশীল রাখার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের দেশে নিত্যনতুন আইন হয়, কিন্তু বাসতবে তার প্রয়োগ ঘটে না। শুধু কথার কথা নয়, জনগণ এই উদ্যোগের সত্যিকার প্রতিফলন দেখতে চায়। বিভিন্ন আকারের কালোবাজারি সিন্ডিকেট দ্রব্য মজুদ করে প্রায় কৃত্রিম চাহিদা সৃস্টি করে, পণ্যের দাম বাড়িয়ে দেয়।

 

শাফায়েত জামিল রাজীব
প্রধান সম্পাদক
একুশে টাইমস্ বিডিডটকম

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana