বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

কটিয়াদীতে ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা আজ থেকে শুরু

কটিয়াদীতে ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা আজ থেকে শুরু

দর্পন ঘোষ (কটিয়াদী কিশোরগঞ্জ )প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কুড়িখাই মাজারে হযরত শাহ সামসুদ্দিন বোখারীর ওরশ উপলক্ষে ৭ দিনব্যাপী মেলা আজ থেকে শুরু হয়েছে। জনশ্রুতি রয়েছে, ১২২৫ সালে ১২ আউলিয়ার সঙ্গে হযরত শাহ সামসুদ্দিন তিন সহচর শাহ নাছির, শাহ কবীর ও শাহ কলন্দরকে সঙ্গে নিয়ে ইসলাম প্রচারের জন্য কটিয়াদী উপজেলার কুড়িখাইয়ে আস্তানা স্থাপন করে । এ কুড়িখাইয়ে প্রতিবছর মাঘ মাসের শেষ মঙ্গলবার ৭ দিনব্যাপী প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ওরশ উপলক্ষ্যে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ফেনীবাতাসা, বিন্নিখই, কাঠের আসবাবপত্র ও খেলনাসহ নানা পণ্যের হাজারো স্টল বসে। মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে মাছের হাট। এতে ৫ থেকে প্রায় ৪০ কেজি ওজনের বোয়াল, চিতল, কাতল, আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। এলাকায় প্রচলিত রয়েছে, মেলার বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ খেলে দুরারোগ্য রোগও ভালো হয়। মেলা উপলক্ষ্যে প্রতি বাড়িতে আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়ার নিয়ম দীর্ঘদিনের। এ ছাড়া নতুন জামাইদের মেলার মাছ দিয়ে বরণ করে নেওয়া হয়। এদিকে মেলা উপলক্ষ্যে ৪০ গ্রামের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana