বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন

মাত্র ৩ মাসে হাফেজ হলেন জাকারিয়া

মাত্র ৩ মাসে হাফেজ হলেন জাকারিয়া

একুশে ডেস্ক:
৩ বা ৪ বছরে নয়, মাত্র ৯৪ দিনে সম্পূর্ণ কোরআন শরিফ মুখস্থ করেছেন সিরাজগঞ্জের ‘কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসা’র হিফজ বিভাগের ছাত্র মুহাম্মদ জাকারিয়া। বিস্ময়বালক জাকারিয়া সোমবার আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআনের হিফজ সমাপ্ত করে। ১১ বছরের এ শিশু মাত্র ৯৪ দিনে পুরো কোরআনুল কারিম হিফজ করে বিরল কৃতিত্বের স্বাক্ষর রাখে। তার মেধা এতটাই প্রখর যে- একদিনে সে সর্বনিম্ন ৩ পৃষ্ঠা থেকে সর্বোচ্চ ২৫ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করেছে। খুদে এই প্রতিভাবানের সঙ্গে কথা বলে জানা যায়- মাত্র দুই-তিনবার পড়লেই তার হাফিজি কোরআন শরিফের ১৬ লাইন বিশিষ্ট এক পৃষ্ঠা মুখস্থ হয়ে যায়। বিস্ময়বালক জাকারিয়ার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার অন্তর্গত গোপালনগর গ্রামে।
জাকারিয়ার ওস্তাদ হাফেজ আবুল হাসান বলেন, ‘তার ঈর্ষণীয় সাফল্যের জন্য আমি মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ সবাইকে এ নেয়ামত দেন না। তার ওস্তাদ হিসেবে আমি গর্বিত। আমি আশাবাদী জাকারিয়া তার এ বিরল মেধাকে দ্বীন-ইসলামের কল্যাণে কাজে লাগাবে ইনশাল্লাহ।’
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana