শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

নারী রেস্তোরাঁ কর্মীকে প্রাইভেটকার বকশিশ দিলেন ইউটিউবার

নারী রেস্তোরাঁ কর্মীকে প্রাইভেটকার বকশিশ দিলেন ইউটিউবার

একুশে ডেস্ক:

রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর বকশিশ দেওয়া কমবেশি সব দেশেই প্রচলিত রীতি। সাধারণত বকশিশ হিসেবে অর্থই দেওয়া হয়। কিন্তু জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট খাবার খাওয়ার পর রেস্তোরাঁ কর্মীকে বকশিশ হিসেবে সম্পূর্ণ নতুন একটি প্রাইভেটকার উপহার দিয়েছেন। খবর এনডিটিভির।

গত সোমবার আপলোড করা ৪২ সেকেন্ডের ভিডিওতে অ্যামি নামের এক খাবার পরিবেশনকারীকে বকশিশ নিয়ে প্রশ্ন করতে দেখা যায় মি. বিস্টকে। এ সময় অ্যামিকে বলতে শোনা যায়, এর আগে সর্বোচ্চ ৫০ ডলার পর্যন্ত বকশিশ পেয়েছিলেন তিনি।

জিমি ফের জানতে চান, তোমাকে কেউ কি গাড়ি বকশিশ হিসেবে দিয়েছে? এরপরই নতুন কালো টয়োটা গাড়ির চাবি অ্যামির হাতে তুলে দেন। গাড়িতে লেখা রয়েছে জিমির চকলেট কোম্পানির নাম।

গাড়িটি বকশিশ দিয়ে সফল জিমি। ভিডিওটি আপলোড করার পর ১ কোটি ১০ লাখের বেশি ভিউ হয়েছে। প্রায় ১১ লাখ ৪৩ হাজার লাইক এবং ৯ হাজারের বেশি মন্তব্য পড়েছে। জিমের ভিডিওটি দেখে অনেকেই অবাক হয়েছেন। তার এই কাজের প্রশংসা করে নানা মন্তব্য করতে দেখা গেছে ব্যবহারকারীদের।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana