বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন

পিসিআর টেস্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ নিষিদ্ধ করল ভারতীয় কর্তৃপক্ষ

পিসিআর টেস্ট ছাড়া বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ নিষিদ্ধ করল ভারতীয় কর্তৃপক্ষ

বাংলাদেশে এখনও শনাক্ত হয়নি কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন।তাই বাংলাদেশকে এখনই তালিকাভুক্ত করে ভ্রমণে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ফলে ভ্রমণ নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশ থেকে ভারতে গেলেই আরটি-পিসিআর টেস্ট করাতে হবে।
তালিকায় বাংলাদেশ আরও ১০টি দেশ রয়েছে। এগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। এসব দেশ থেকে ভারতে গেলে আরটি-পিসিআর টেস্ট করাতে হবে এবং রিপোর্ট আসার আগ পর্যন্ত বিমানবন্দর ত্যাগ করা যাবে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, হংকং, ইসরায়েল ও বতসোয়ানায় ওমক্রিন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana