বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

এক প্রতিবাদী প্রতিভার নাম: শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান

এক প্রতিবাদী প্রতিভার নাম: শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান

জহির রায়হান একটি নাম, একটি ইতিহাস, একটি প্রতিবাদী কণ্ঠস্বর। পেশায় চলচ্চিত্র নির্মাতা। সহোদর ভাই শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক শহীদুল্লাহ কায়সার। জহির রায়হান শুধু চলচিত্র নির্মাতাই ছিলেন না; সাংবাদিকতা ও সাহিত্যে অনুরাগী ছিলেন। তাঁর লেখা বরফ গলা নদী, হাজার বছর ধরে, শেষ বিকেলের মেয়ে প্রভূতি উপন্যাস বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। স্বাধীনতার কিছুকাল পূর্বে জহির রায়হান নির্মিত চলচিত্র “জীবন থেকে নেওয়া” আমাদের মুক্তির সংগ্রামকে একধাপ এগিয়ে নিয়ে গেছে। ১৯৭১ এর প্রবাসী সরকার নিয়ন্ত্রনাধীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন স্থপতি ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তার একান্ত প্রচেষ্টায় পূর্ব বাংলার শিল্পীদের নিয়ে বিভিন্ন জাগরন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ও ক্যাম্পে-ক্যাম্পে গান গেয়ে মুক্তি যোদ্ধাদের উৎসাহ-উদ্দীপনা-প্রেরণা যোগানো হত। পাক-হানাদারদের নৃশংস ও নারকীয় হত্যাযজ্ঞ, লুট, ধর্ষণসহ সকল বর্বরোচিত অত্যাচারের প্রতিছবি ফুটে উঠেছে তার সর্বশেষ ডকুমেন্টারী ফিলম “স্টপ জেনোসাইডে”।
এই দেশ প্রেমিক প্রতিভাটি স্বাধীনতার কয়েকদিন পর অর্থাৎ ১৯৭২ সালের জানুয়ারির প্রথম দিকে অজ্ঞাত ব্যক্তির ফোনে সহোদর ভাই শহীদুল্লাহ কায়সারের লাশের সন্ধানে গিয়ে মিরপুরে বিহারী এবং আল বদর, রাজাকারদের হাতে নিহত ও নিখোঁজ হন।

 

শাফায়েত জামিল রাজীব

প্রধান সম্পাদক

একুশে টাইমস্ বিডিডটকম

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana