বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন

বিজয়ের আনন্দে পঞ্চপাণ্ডবের হৃদয়স্পর্শী পোস্ট

বিজয়ের আনন্দে পঞ্চপাণ্ডবের হৃদয়স্পর্শী পোস্ট

বাংলাদেশের ৫০ বছরের পূর্তির দিনটিকে গভীর আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করছে জাতি।  সব শ্রেণিপেশার মানুষ আজ মিলিত হয়েছেন এক মোহনায়।

বাদ যাননি ক্রিকেটাররাও।  বাংলাদেশের জাতীয় দলের ৫ সিনিয়র ক্রিকেটার বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। পঞ্চপাণ্ডব নিজ নিজ ফেসবুক পেইজে এই দিনে হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন।

অনেকের অনেক পাওয়া ও না পাওয়ার মধ্যেও একটা বড় প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন। সেই স্বাধীনতা অর্জনের গল্পটি আরও গৌরবের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ মানুষের প্রাণ ও আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম হারানো আর একজন অবিসংবাদিত নেতা-বঙ্গবন্ধু, সব মিলিয়ে আমাদের এই স্বাধীনতা।

‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’-কী প্রচণ্ড আবেগ, কী বিশুদ্ধ অনুভূতি, কতটা তীব্র ভালোবাসা ছিল। না হলে কী আর সব ছেড়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর দেশকে স্বাধীন না করে বাড়ি না ফেরার শপথ নেওয়া!

ফেরার পর সব হারানোর কষ্টের মাঝেও নতুন স্বপ্ন, নতুন পথচলা, এই ইতিহাস তো গর্বের, আনন্দের, নতুন উদ্যমের।

যাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে শ্বাস নেই, শহীদ ও জীবিত সেই সব মুক্তিযোদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। জয় বাংলা। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকলের প্রতি রইলো শুভেচ্ছা।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিজয়ের সূবর্ণজয়ন্তীতে ফেসবুকে লিখেছেন, ‘আসুন, গর্বের সাথে মাথা উঁচু রেখে উদযাপন করি বিজয়। বিজয় দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ!’

মহান বিজয়ের দিনে বাংলাদেশের স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে দলের অধিনায়ক লিখেছেন, ‘মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে, গোটা বিশ্ব দেখছে- বাংলাদেশের বহু অর্জন ও সফলতা।  এতসব অর্জনের পরেও মনে হয়, আমাদের কী যেন নেই! কে যেন নেই! বিজয়ের প্রতিটি ধাপেই মনে পড়ে – সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা।  সব অর্জন, সব বিজয়ে আমরা তোমাকে খুব মিস করি লিডার!

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana