বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

কটিয়াদীতে ব্যালট পেপার ছিনতাই; সংঘর্ষ, গুলিবর্ষণ

কটিয়াদীতে ব্যালট পেপার ছিনতাই; সংঘর্ষ, গুলিবর্ষণ

 দর্পন ঘোষ কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

চতুর্থ ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এদিকে, ভোট ছিনতাইয়ের পর আনারস প্রতীক ও নৌকা প্রতীকের প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালিয়েছে পুলিশ। রোববার (২৬ ডিসেম্বর) সকালে জালালপুর ইউনিয়নের ৬৮ নং উত্তর চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ ও ৭ নং বুথে ভোট ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। কেন্দ্র সূত্র জানায়, রোববার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। এসময় আনারস প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান রুস্তম কেন্দ্র পরিদর্শন করতে এলে অতর্কিত হামলা চালায়। ছিনিয়ে নেয় ব্যালট পেপার। পরবর্তীতে দফায় দফায় চলে সংঘর্ষ।

সংঘর্ষের এক পর্যায়ে ব্যালট বাক্স ও নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। ৬৮ নং কেন্দ্রের উত্তর চরপুক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. মাসুদুল হক জানান, ‘নৌকার প্রার্থীর সমর্থকরা জোড়পূর্বকভাবে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। পরবরর্তীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে ভোটগ্রহন সাময়িক স্থগিত করা হয়।

দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি উম্মে হাফসা নাদিয়া বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana