শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

সাকিব ছাড়া জিতলেও তার গুরুত্ব কমেনি : মাশরাফি

সাকিব ছাড়া জিতলেও তার গুরুত্ব কমেনি : মাশরাফি

একুশে ডেস্ক:
ইতিহাস গড়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তারুণ্যনির্ভর দল নিয়ে কিউইদের আট উইকেটে হারিয়েছে টাইগাররা। টানা ৩২ ম্যাচ হারের পর টাইগারদের এমন জয়ের দিনেও দলে ছিলেন না সাকিব আল হাসান ও সেরা ওপেনার তামিম ইকবাল।
মাউন্ট ম্যাঙ্গুইনতে সাকিব-তামিমরা না থাকায় তরুণরা নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছেন বলে মনে করেন অনেকেই। দলে সিনিয়রদের গুরুত্বও নিয়েও আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। যদিও একটি জয় দিয়ে সাকিব কিংবা তামিমের অবদানকে দূরে ঠেলে ফেলতে রাজি নন টাইগারদের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা।
মাশরাফির মতে, বাংলাদেশ দলে সাকিব-তামিমের গুরুত্ব এখনো ফুরিয়ে যায়নি। যখনই এই দুই ক্রিকেটার দলে যোগ দেবেন, তখনই দল আরও শক্তিশালী হয়ে উঠবে।
এশিয়ান মোটরবাইক লিমিটেডের হেলমেট ব্র্যান্ড এচজিসি নিয়ে এসেছে বাংলাদেশে। বিশ্ব বিখ্যাত এই হেলমেট ব্র্যান্ডটি উন্মোচন করে এমনটাই জানিয়েছেন তিনি।
মাশরাফি বলেন, ‘এক ম্যাচ আমরা জিতেছি বলে সাকিবের গুরুত্ব কম এটা যারা ভাবছে সেটাও যেমন ভুল ভাবছে, আবার যদি কেউ ভেবে থাকতো কারো জন্য এ বাংলাদেশ থেমে থাকবে না সেটাও ঠিক।’
বয়স হিসেবে আর কয়েকটা বছর পর ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব-তামিমরা। তবে বাংলাদেশ টিম তখন থেমে থাকবে না জানিয়ে ম্যাশ বলেন, ‘বাংলাদেশ টিম চলতেই থাকবে। একটা সময় না একটা সময় সাকিব, তামিম সবাই রিটার্ড করবে, তখনও ক্রিকেট তো খেলতে হবে। সুতরাং এটা ভাবার কিছু নেই। সাকিব যদি এখন যুক্ত হয় টিমের সঙ্গে, টিমে শক্তিমত্তা আরও বাড়বে, এটাই আমাদের ভাবা উচিত।’
সাকিব কিংবা তামিমদের ছাড়া জিতে নেতিবাচক চিন্তাভাবনা করার পক্ষে নন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। পজেটিভ চিন্তার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেন আমরা নেগেটিভ চিন্তা করছি, যে সাকিব নাই একটা লেসন হলো। হ্যাঁ একটা লেসন হলো যে, সাকিবকে ছাড়া টিম যে নিজেদের দুর্বল ভাবতো সে জায়গা থেকে একটা লেসন নিজেরা নিজেদের দিতে পারল। একই সময় আরেকটা জিনিস হলো সাকিব যখন টিমে ঢুকবে তাতে শক্তিমত্তা আরও বাড়বে। সাকিব তামিম যা কিছু দিয়েছে, তারা যোগ হলে টিম আরও ভাল করবে।’
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana