বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন

ভৈরবে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে আলোচিত হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার

ভৈরবে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে আলোচিত হত্যা মামলার ৮ আসামি গ্রেফতার

এম.এ হালিম, বার্তাসম্পাদক:
ভৈরবে আলোচিত কামাল হত্যা মামলার এজাহার নামীয় ৮ আসামি সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প ও পুলিশের পৃথক অভিযানে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মুক্তাদির, ফরহাদ মিয়া, সাজন মিয়া ও আহসান উল্লাহ। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পে সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, পূর্ব শত্রুতার জের ধরে শহরের ভৈরবপুর গ্রামের উমান মিয়ার সাথে নিহত কামাল মিয়া ও গুরুতর আহত মূমূর্ষ রোগী জাকির মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়া পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাত আনুমানিক ৩ টার দিকে উমানের নেতৃত্ব ২৫/৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ঘোড়া কান্দা এলাকায় গিয়ে হামলা চালায়। হামলাকারিরা কামাল মিয়া ও জাকির মিয়াকে এলোপাথাড়ী কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটঁনাস্থলে পৌঁছালে এ সময় হামলাকারীরা পুলিশের একটি সিএনজি অটোরিক্সা ভেঙে ফেলে। পরে অতিরিক্ত পুলিশ ঘটঁনাস্থলে পৌঁছলে উমান বাহিনী পালিয়ে যায়। এ সময় কামাল ও জাকির মিয়াকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কামাল মিয়া মারা যায়। নিহত কামাল ঘোড়া কান্দা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র। এছাড়া গুরুতর আহত জাকির মিয়া মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নিহতের ভাই জামাল মিয়া বাদী হয়ে রাতে উমান মিয়াকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্ল্যখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের নামে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তবে স্থানীয় সূত্রে জানাযায়, বিয়ার ব্যবসাকে কেন্দ্র করে উমান মিয়ার সাথে সাত্তার মিয়ার পুত্রের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে উমানবাহিনী এ হামলা চালায়। এ বিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা পুলিশের ডিউটিকালে উমানের দল সিএনজিতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। তবে পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় কামাল মিয়া নিহত হয়েছে এবং জাকির মিয়া গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় এজাহার নামীয় ৪ জনসহ মোট ৫ জনকে গেফেতার করা হয়েছে।
এ বিষয়ে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ঘটনার সাথে জড়িত মামলার এজাহার নামীয় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকে ও দ্রƒত গ্রেফতার করা হবে। বিয়ার ব্যবসায়ী উমান মিয়ার নামে ভৈরব থানায় এর আগে ও মাদক মামলা রয়েছে বলে ও তিনি জানান।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana