রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ন
একুশে ডেস্ক:
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম কাঁপালেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের দুই বিদেশি তারকা উইল জ্যাকস ও চ্যাডউইক ওয়ালটন। একাডেমি মাঠ থেকে ছক্কা মেরে প্রেক্স বক্সের কাচ ভাঙলেন জ্যাকস। কম যাননি চ্যাডউইক। তার শটে আহত হলেন সিলেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দেব দাস।
অনাকাঙ্ক্ষিত ঘটনা দুটি ঘটেছে সোমবার চট্টগ্রাম দলের অনুশীলনে। জ্যাকস ও চ্যাডউইক জানালেন তাদের পেশির জোর কত।
অনুশীলনে বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের বলে ক্রিজ থেকে বেরিয়ে সজোরে হাঁকান জ্যাকস। বলটি একাডেমি মাঠের ড্রেসিংরুমের ছাদ পেরিয়ে যায় মূল স্টেডিয়ামের প্রেস বক্সের কাচের ওপর আছড়ে পড়ে।
এ ঘটনায় চাঞ্চল্যেরও সৃষ্টি করে। এর কিছুক্ষণ পর পাশের নেটে ঘটে আরেক ঘটনা। সেখান বিশাল ছক্কা হাঁকান চট্টগ্রামের ক্যারিবীয় ব্যাটার চ্যাডউইক। তার ছক্কাটি এসে লাগে ভেন্যু ম্যানেজার জয়দেবের হাতে। বলের আঘাতে ব্যথা পান।
এবারের বিপিএলের শুরু থেকেই দারুণ ফর্মে আছে চট্টগ্রামের ওপেনার জ্যাকস। বিপিএলের সবচেয়ে বেশি ১৪টি ছক্কার মালিক তিনি। ৮ ম্যাচে ২৮০ রান করেছেন এই ইংলিশ তারকা।