শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

হার্মারে বিপদে বাংলাদেশ

হার্মারে বিপদে বাংলাদেশ

একুশে ডেস্ক :

ডারবান টেস্টের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের ৩৬৭ রানের জবাবে ভালোই জবাব দিচ্ছিল বাংলাদেশ।

তিনবার সফল হয়েছেন তিনি। স্পিনার সাইমন হার্মারে বিপদে পড়েছে বাংলাদেশ। ওপেনার সাদমানকে তুলে নেওয়ার পর পর তুলে নিলেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হককে।

দলীয় ২৫ রানের মাথায় সাদমানকে হারানোর ধাক্কা সামলে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছিলেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত।

জয় শুরু থেকেই ব্যাটে-বলে দারুণ মেলাচ্ছিলেন, শান্তও শুরুটা দারুণ করেন। এ জুটি দলকে ১৫.২ ওভারে পঞ্চাশ পর্যন্ত নিয়ে যান।

দুজনের দারুণ ব্যাটিংয়ে দল কোনো বিপদ না ঘটিয়ে পৌঁছে যায় আশির ঘরে। আর এসময় ফের বাংলাদেশ শিবিরে আঘাত হানেন হার্মার।

দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দিলেন তিনি শান্তকে।

হার্মারের ফ্লাইটেড ডেলিভারি মিডল স্টাম্পে পিচ করে সামনে টেনে আনে শান্তকে। পা বাড়িয়ে ডিফেন্স করেন শান্ত। কিন্তু বল দারুণভাবে টার্ন করে শান্তর ব্যাটের পাশ দিয়ে আলতো করে লাগে অফ স্টাম্পের বাইরের অংশে।

দুটি করে বাউন্ডারি ও ছক্কায় ৮৭ বলে ৩৮ রান করেছেন শান্ত। মহারাজের এক ওভার শেষে ফের হার্মারের হ্যামার।

এবার অধিনায়ক মুমিনুলকে ক্যাচ আউট করে ফেরালেন হার্মার। রানের খাতাই খুলতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক।

মূলত স্পিনেই ভরসা ডিন এলগারের। ৩৭ ওভারের মধ্যে ২৯ ওভারই করেছেন তিন স্পিনার হার্মার, মহারাজ ও এলগার।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভার শেষে ৩ উইকেটে ৮৩ রান।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana