শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন

এগারসিন্দুর দুর্গ খননে প্রাপ্ত প্রত্নবস্তু প্রদর্শনী অনুষ্ঠিত

এগারসিন্দুর দুর্গ খননে প্রাপ্ত প্রত্নবস্তু প্রদর্শনী অনুষ্ঠিত

আগুন আমিন, পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুরে অবস্থিত ঐতিহাসিক শাহ্ গরীবুল্লাহর মাজার উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ঐতিহাসিক শাহ্ গরীবুল্লাহর মাজার এবং বীর ঈসাখাঁ দুর্গ সংলগ্ন ঈদগাহ মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক কার্যালয় আয়োজিত প্রদর্শনীতে উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তু প্রদর্শন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত।

এগারসিন্দুর ঈসাখাঁ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়
এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারি পরিচালক গোলাম ফেরদৌস।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক পরিচালক রাখী রায়’র সভাপতিত্বে
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।

এ ছাড়াও বক্তব্য রাখেন, প্রত্নতত্ত্ব বিভাগের উপ-পরিচালক ড. আতাউর রহমান, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মিয়া বাবু, এগারসিন্দুর ঈসাখাঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, আ. লীগ নেতা এনামুল হাসান রাজিব প্রমুখ।

এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক – শিক্ষার্থী, ও এলাকাবাসীসহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে এগারসিন্দুরে অবস্থিত ঐতিহাসিক স্থাপনার মাঝে কবি শেখ সাদী মসজিদ, শাহ মাহমুদ মসজিদ, বেবুদ রাজার পুকুর, ও মির্জাপুরের জমিদার রঘুনাথের বাড়ি পরিদর্শন করেন।

উল্লেখ্য, আরব থেকে এগারসিন্দুরে ইসলাম প্রচারের জন্য আগত ১১জন ওলির মাঝে অন্যতম প্রধান ছিলেন শাহ্ গরীবুল্লাহ। শাহ গরীবুল্লাহর মাজারটি বর্তমানে ঈসাখাঁর দুর্গ হিসেবে পরিচিত।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana