শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

ভৈরবে নৌ- ডাকাত ইউপি সদস্য সহিদ গ্রেফতার

ভৈরবে নৌ- ডাকাত ইউপি সদস্য সহিদ গ্রেফতার

এম. এ হালিম, বার্তাসম্পাদক:
কিশোরগঞ্জের ভৈরবে একাধিক ডাকাতি মামলার আসামি বর্তমান আগানগর ইউপি সদস্য সহিদ মিয়া কে দেশীয় অস্ত্র,ডাকাতি কাজে ব্যবহৃত নৌকাসহ গ্রেফতার করেছে নৌ-থানা পুলিশ। আজসোমবার সকালে আগানগর নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ৩ টি বল্লম,৩ টি টর্চ লাইট  উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার  রাতে ডাকাতি কাজে ব্যবহৃত নৌকাটি উদ্ধার করে পুলিশ
এ ঘটনায় সহিদসহ  চক্রের ৬ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা মাকসুদুল হাসান মুন্না বাদী হয়ে ডাকাতির মামলা দায়ের করেন।  পুলিশ জানায় রোববার ভৈরব থেকে ছাত্রলীগের   একটি বহর নিকলীর হাওর ঘুরে  নদী পথেভৈরবে ফেরার পথে লুন্দিয়া  খলাপাড়া পৌছলে  সহিদের নেতৃত্বে ডাকাত দল ছাত্রলীগের নৌকায় হামলা চালিয়ে মারধোর করে মোবাইল ফোন ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এ সময় হামলায় ছাত্রলীগ নেতা উজ্জল ও কামাল আহত হয়। এ সময় তারা ডাকাত দলের কয়েক জনকে চিনে ফেলে। পরে তারা নৌ- পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এ বিষয়ে গ্রেফতারকৃত ইউপি মেম্বার সহিদ মিয়া জানান,তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। চেয়ারম্যানের  সাথে বিরোধের কারনে ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলায়  ফাসাঁনো হয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana