শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

নগুয়া আয়শা আহাদ দাখিল মাদ্রাসার অনিয়ম ও অবৈধ কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নগুয়া আয়শা আহাদ দাখিল মাদ্রাসার অনিয়ম ও অবৈধ কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে নগুয়া আয়শা আহাদ দাখিল মাদ্রাসার বিভিন্ন অনিয়ম ও অবৈধ কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নগুয়া আয়শা আহাদ দাখিল মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতার উত্তরাধিকারদের পক্ষে লিখিত বক্তব্য রাখেন মোঃ আজিজুর রহমান, অভিভাবক সদস্য মোঃ আমির হোসেন, জমিদাতার ছেলে মোঃ আবু তাহের, অভিভাবক মোঃ মোশাররফ হোসেন, মোঃ আব্দুর রশিদ, মোঃ আজহারুল ইসলাম ও প্রতিষ্ঠাতার মেয়ের জামাই আনোয়ার হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা মাদ্রাসার অভিভাবকগণ, মাদ্রাসা সংলগ্ন এলাকাবাসী, মাদ্রাসার জমি দাতা ও প্রতিষ্ঠাতার উত্তরাধিকারদের পক্ষ থেকে আপনাদেরকে অবহিত করছি যে উক্ত নগুয়া আয়শা আহাদ দাখিল মাদ্রাসায় বিধি মোতাবেক দৃশ্যমান কোন প্রকার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় নাই যা গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর সম্পূর্ণ পরিপন্থী পদক্ষেপের মাধ্যমে নির্বাচন না করেই নির্বাচন অনুষ্ঠানের জাল কাগজ-পত্রাদি সৃজনের মাধ্যমে মাদ্রাসার বর্তমান সুপারিন্টেডেন্ট এরূপ অবৈধ কমিটিকে অনুমোদন দানের জন্য বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ডে অন লাইন মাধ্যমে জমা দেয়ার প্রেক্ষিতে বিগত ০৬.০৪.২০২২ তারিখে স্বারক নং-বামাশিবো/প্রশা/ ২২৪২২১১০৪৮২১/৫৮৫৪০/নথি নং-০৯ মোতাবেক বাংলাদেশ মাদ্রসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ উক্ত অবৈধ কমিটিকে অনুমোদন করে প্রজ্ঞাপন জারি করে। বিধি অনুযায়ী দাখিল মাদ্রাসার সভাপতি শিক্ষাগত যোগ্যতা নূন্যতম গ্রাজুয়েট হলেও অবৈধ এই কমিটির সভাপতি আমাদের জানামতে এসএসসি পাসও নন। আমরা মনে করি, সুপার ও ভারপ্রাপ্ত সুপারের যোগসাজসে অর্থ আত্মসাৎ, নানা অনিয়ম, অনৈতিক ও বিধি বহির্ভূত কর্মকান্ড ধামা চাপা দেয়ার জন্য অতি গোপনে নির্বাচন ছাড়াই জাল জালিয়াতির মাধ্যমে সৃজিত এই কমিটি করা হয়েছে। মাদ্রাসার অভিভাবক, মাদ্রাসা সংলগ্ন এলাকাবাসী, মাদ্রাসার জমি দাতা ও প্রতিষ্ঠাতার উত্তরাধিকারদের পক্ষ থেকে আমরা এই কমিটিসহ যাবতীয় কর্মকান্ড সমেত বাতিল করে অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে পরিচালনা কমিটি গঠনের জন্য আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি। সেই সাথে সংঘটিত অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana