শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

সিলেটের কোচ হলেন রাজিন সালেহ

সিলেটের কোচ হলেন রাজিন সালেহ

খেলা ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হতে পারে আগামী ৫ জানুয়ারি। দেশের এই জনপ্রিয় টুর্নামেন্টকে সামনে রেখে দল গোছাতে শুরু করেছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

সিলেট স্ট্রাইকার্সের অফিসিয়াল ফেসুবকে দেওয়া এক পোস্টে জানানো হয়- বাংলাদেশ ক্রিকেটের শুরুর দিকের সারথিদের অন্যতম একজন হলেন রাজিন সালেহ। সেই সময়কার যতজন স্টাইলিশ ব্যাটার ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক এই ক্রিকেটার।

ব্যাট কিংবা বল হাতে খুব বেশি উইকেট বা রান তার নেই। তবে সময়ের হিসাবে দলের জন্য বেশ কার্যকরি ছিলেন সিলেটের এই ক্রিকেটার। যেটাকে পাল্লায় মাপা যাবে না।

বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো যখন বিদেশি কোচদের দিকে ঝুঁকে পড়েছে, নব্য দল সিলেট তখন হাত বাড়িয়েছে রাজিন সালেহর দিকে। তাতে হাত মেলালেন এই ক্রিকেটারও।

সিলেটের সঙ্গে শুরু হলো রাজিন সালেহর যাত্রা। বিপিএলে নতুন দলটির কোচিং স্টাফের নেতৃত্বে থাকবেন তিনি। সিলেটে এবার দেশীয়দের জয়জয়কার। নতুন এক ইতিহাস সৃষ্টির লক্ষ্যে সিলেটের এই যাত্রা।

একঝাঁক সাবেক বাংলাদেশি ক্রিকেটারের হাত ধরে নতুনের কেতনে উড়াবেন রাজিন সালেহ, উল্লাসে মাতবে সিলেট।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana