বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

তরীতে ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম!

তরীতে ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম!

 

নিকলী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলীতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ, গণিত ও বিজ্ঞান বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষে উপজেলার দামপাড়ায়,আজ বৃহস্পতিবার ২৪শে নভেম্বর সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে ব্র্যাক শিক্ষাতরী উদ্বোধন করা হয়েছে।

এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাকিল আহমেদ, ব্র্যাক শিক্ষা তরী কর্মসূচি(বাদাঘাট,সুনামগঞ্জ,সিলেট)প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়, ব্র্যাক শিক্ষা তরী প্রোগ্রাম অর্গানাইজার মোঃ সোহেল মোল্যা, উত্তর দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হাসেম, নরসুন্দা কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ মাহবুবুর রহমান,সাংবাদিক, ব্র্যাকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্যব্যাক্তিবর্গসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান তরী, গণিত তরীর পাশাপাশি আছে মূল্যবোধ তরী। হাওরপাড়ের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা কার্যক্রমে আগ্রহী করতেই এই উদ্যোগ।

শিক্ষার্থীরা জানান, “আমরা শিখেছি কিভাবে দিন-রাত হয়, ভারী জিনিস কিভাবে উপরে উঠাতে হয়, প্রতিফলন কিভাবে হয়, দূরের জিনিস কিভাবে কাছে দেখা যায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শাকিল আহমেদ জানান, বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে ওঠার জন্য এই তিনটি শিক্ষাতরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষাতরীতে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরি, গণিত ভীতি কাটানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পর্কে ধারণা পাবে শিক্ষার্থীরা।

প্রতিটি তরীতে দুজন শিক্ষকের তত্ত্বাবধানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩০ শিক্ষার্থী ব্যবহারিক শিক্ষা গ্রহণ করছেন। ফলে পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তবধর্মী শিক্ষায় আগ্রহ বাড়ছে। বিজ্ঞান, গণিত ও মূল্যবোধের বাস্তবসম্মত জ্ঞান অর্জনে শিক্ষা তরীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana