শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন

ব্যর্থতার দায়ে চাকরি হারালেন স্পেন কোচ

ব্যর্থতার দায়ে চাকরি হারালেন স্পেন কোচ

একুশে ডেস্ক:

কাতার বিশ্বকাপে নকআউট পর্ব পেরোতে পারেনি স্পেন।  শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দলের এমন ব্যর্থতার পর কোচ লুই এনরিককে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  তার জায়গায় নতুন কোচ হয়েছেন আরেক স্প্যানিয়ার্ড লুইস দে লা ফুয়েন্তে।

নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এনরিকের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এর আগে ৫২ বছর বয়সী এই কোচ বিশ্বকাপ থেকে বিদায়ের দায় নিজের কাঁধেই নিয়েছিলেন।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৭ গোলের ঝলক দেখিয়েও নকআউট পর্ব পেরোতে পারেনি স্পেন।  তবে জার্মানির সঙ্গে পরের ম্যাচে ড্র করার পর শেষ ম্যাচে হেরে যায় জাপানের কাছে।

গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোয় ওঠা স্পেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল মরক্কোকে। তবে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গোল করতে না পারায় ম্যাচ চলে যায় টাইব্রেকারে।

যেখানে স্পেনের তিনজন শট নিয়েও বল জালে জড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৩–০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় স্পেনকে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana