বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

ঝর্ণার সাথে ফেসবুকে পরিচয়

ঝর্ণার সাথে ফেসবুকে পরিচয়

মোঃ মাইন উদ্দিন :

পাহাড়ি মেয়ে ঝর্ণা। ঝর্ণার সাথে সৌরভের অল্পদিনের পরিচয়। তাও ফেসবুকে। দুইজনে দেখা হওয়া তো দুরের কথা, মেসেঞ্জারে চ্যাটিং ছাড়া অডিও কলেও একবার কথাও হয়নি। কার কণ্ঠ কেমন তাও জানা নেই। সৌরভ জানেনা মেসেঞ্জারে যে ঝর্ণা চ্যাট করে সে ছেলে, না মেয়ে। সৌরভ মনে মনে ভাবছে, কার সাথে কথা বলছে সে। ফেক আইডির যুগে কতো ছেলেরাই না মেয়ের অভিনয় করে। তাই সৌরভ বিষয়টি নিশ্চিত হতে এক-দুইবার কল দেয় মেসেঞ্জারে, কিন্তু কল রিসিভ করেনি ঝর্ণা। সৌরভ প্রকৃতি প্রেমিক ছেলে। সবুজ ঘেরা দেশ আর পাহাড়, সাগর, নদ-নদী, খাল-বিল, জলরাশি, বাগান ও ফুল, ফল ভালবাসে সে। ঝর্ণাও ফুল ফল ভালবাসে। প্রায়ই তার ফেসবুক আইডি থেকে গাছগাছালি আর ফুল ফলের ছবি পোস্ট করে থাকে। আর এই সূত্র ধরেই মূলত: দুইজনের পরিচয়। ঝর্ণা একদিন তার আইডি থেকে পোস্ট করে মালভেরি গাছের চারা। সাথে তুলে ধরেন এর কার্যপোকারিতা। এরপরই ঝর্ণার কাছে সৌরভ দাবি করে একটি মালভেরি ফল গাছের চারা। ঝর্ণাও মালভেরি ফল গাছের চারা দেবে বলে আশ্বস্ত করেন পরিচয়ের শুরুতেই। এটুকু পরিচয় ধরেই তাদের মধ্যে প্রতিদিন মেসেঞ্জারে চ্যাটিং হয় ঘন্টা পর ঘন্টা। ঝর্ণা- সৌরভকে একদিন অতীতের একটা ব্যার্থ প্রেমের গল্প শোনায়। ঝর্ণার করুন প্রেম কাহিনী শুনে সৌরভের মনে কেমন জানি এক অনুভূতি তৈরি হতে থাকে। শুরু হয় এলোমেলো ভাবনা। একপর্যায়ে সৌরভ ঝর্ণাকে হাসিখুশি রাখার চেষ্টা শুরু করে প্রতিনিয়ত। কিন্তু এই চেষ্টা যে বৃথা চেষ্টা তা সৌরভ বুঝতে পারেনি। সে অবুঝের মতোই চেষ্টা করে যাচ্ছে অত্যন্ত সহজ সরল মনে। সৌরভের মনে একটাই চিন্তা, ঝর্ণাকে হাসিখুশি রাখতে হবে। তা না হলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। কিন্তু ঝর্ণা সৌরভের মনের গহিনে কি সৃষ্টি হয়েছে, কেন সৃষ্টি হয়েছে তা বুঝতে পারেনি। না বুঝে সে সৌরভের এক কথায় মনঃক্ষুণ্ন হয়। এদিকে ঝর্ণার অবুঝ আচরণ সৌরভের কোমল হৃদয়কে প্রচণ্ড জোরে আঘাত করে। সৌরভ খুব ব্যথিত। ওই রাতে সৌরবের দু’চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে শুধু ভাবছে এভাবেই বুঝি হয় ফেসবুকে প্রেম! মানুষ কেন যে ভুল মানুষের প্রেমে পড়ে… বিঃ দ্রঃ- গল্পটা আর গল্প হলো না শুরুতেই শেষ। গল্পে- ঝর্ণা এবং সৌরভ দুটোই ছদ্ম নাম।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana