শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

‘মোখা’র আঘাত

ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূলজুড়ে ব্যাপক তাণ্ডব চালাতে পারে, এমন আশঙ্কা বিবেচনায় রেখে পরিস্থিতি মোকাবিলায় সরকারিভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারিভাবেও মানুষকে সচেতন করার জন্য নানা রকম উদ্যোগ অব্যাহত রয়েছে। উদ্বেগজনক হলো, মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করার এতরকম প্রচেষ্টা অব্যাহত থাকার পরও সেন্টমার্টিন, ভোলাসহ বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে না গিয়ে ঝুঁকি নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছেন। বোরবার যখন এ সম্পাদকীয় লেখা হচ্ছে, তখনও বহু মানুষের ঝুঁকি নিয়ে নিজ বাড়িতে অবস্থান করার খবর পাওয়া গেছে। এটি অত্যন্ত দুঃখজনক। কারও কারও অভিযোগ, বাড়ির আশপাশে আশ্রয়কেন্দ্র না থাকায় ঝুঁকি নিতে বাধ্য হয়েছেন তারা। বস্তুত অসচেতনতার কারণেই মানুষ এতটা ঝুঁকি নিচ্ছে। মানুষকে সচেতন করার জন্য আরও ব্যাপক পরিসরে উদ্যোগ নিতে হবে। যদিও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কারণে সামুদ্রিক ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মাত্রা আগের তুলনায় কমেছে। ঝড়ের পর ছেঁড়া বিদ্যুতের তার বিদ্যুৎকর্মী ছাড়া অন্য কারও দ্বারা অপসারণ না করানোর জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ ধরনের সংবেদনশীল বিষয়ে মানুষকে সচেতন করার জন্য আরও ব্যাপক উদ্যোগ নিতে হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana