শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

গোপালগঞ্জ স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে তামজিদ আহমেদ (১৯) নামে এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত তামজিদ আহমেদ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আলোয়া ইউনিয়নের নিকাল কদিম গ্রামের ইমাম আলীর ছেলে।

জানা যায়, গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমি বনাম ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির মধ্যকার ৪০ ওভারের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলা চলছিল। তামজিদ আহমেদ ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করছিল। খেলার ৩৫তম ওভারের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তানজিম আহমেদ মাটিতে লুটিয়ে পড়ে।

সতীর্থরা দেখতে পেয়ে দৌড়ে তামজিদের কাছে গিয়ে দেখে তার পরিহিত জার্সির অনেকাংশ পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে অন্য খেলোয়াড়রা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফ্রেন্ড স্পোর্টস একাডেমি ঢাকার অধিনায়ক আবু তাহের সেতু বলেন, তানজিম আহমেদ দুই বছর আগে ফ্রেন্ডস স্পোর্টিং একাডেমিতে ভর্তি হয়। এ বছর আমরা একসঙ্গে অনুশীলন করছি। গত সোমবার আমরা গোপালগঞ্জে এসেছি গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সঙ্গে তিন ম্যাচের একটি সিরিজ খেলার উদ্দেশ্যে। আমাদের তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছিল বুধবার।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana