শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২১ বছর পলাতক, অবশেষে হাজতে

১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২১ বছর পলাতক, অবশেষে হাজতে

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীর পুঠিয়ায় নারী অপহরণের মামলায় ১৪ বছরের সাজা থেকে বাঁচতে ২১ বছর পালিয়ে ছিলেন এ ব্যক্তি। অবশেষে ঢাকা জেলার আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব। সাজাপ্রাপ্ত আসামি আতাউর রহমান (৪৫) পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, সাজাপ্রাপ্ত আসামি আতাউরের বিরুদ্ধে পুঠিয়া থানায় ২০০২ সালের গত ১৬ মে নারী অপহরণের ঘটনায় মামলা করা হয়। তবে তার অনুপস্থিতিতে মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে ১৪ বছরের কারাদন্ড দেন।

ওসি বলেন, আসামি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করছিলেন। গ্রেফতাকৃত সাজাপ্রাপ্ত আসামি আতাউরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana