বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে গো-খাদ্যে ভেজাল মেশানোর দায়ে জরিমানা

কিশোরগঞ্জে গো-খাদ্যে ভেজাল মেশানোর দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাধীন পুলেরঘাট বাজারে গো-খাদ্যে ভেজাল মেশানোর দায়ে একটি প্রতিষ্ঠানের মালিককে দুইলক্ষ টাকা জমিমানা প্রদাারন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৫ জুন) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানার টাকা আদায় করা হয়।

জানা গেছে, র‌্যাব- ১৪, সিপিসি- ২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু অসৎ ব্যবসা প্রতিষ্ঠান ঈদুল আজহা উপলক্ষ্যে ভেজাল গো-খাদ্য তৈরি করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। উক্ত ভেজাল চক্রের উপর র‌্যাব নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালালে এ তথ্যের সত্যতা পায়। এ প্রেক্ষিতে র‌্যাব কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক নিয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলাধীন পুলেরঘাট বাজারে অভিযান চালায় এবং গো-খাদ্যে ভেজালের প্রমাণ পেয়ে মেসার্স সিয়াম ট্রেডার্সের মালিক আসাদুজ্জামান ভুইয়া কে দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana