শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

পাহাড়ে জমে উঠেছে কুরবানির পশুরহাট, কদর বেশি পাহাড়ি গরুর

পাহাড়ে জমে উঠেছে কুরবানির পশুরহাট, কদর বেশি পাহাড়ি গরুর

শেষ মুহূর্তে রাঙামাটিতে জমে উঠেছে কুরবানির পশুরহাট। হাটে আসছে পর্যাপ্ত পশু। এসব পশুর মধ্যে রয়েছে পাহাড়ি, দেশি ও বিদেশি গরু এবং ছাগল। রাঙামাটি জেলা সদরে পৌর ট্রাক টার্মিনালে বসানো হয়েছে সবচেয়ে বড় পশুরহাট।

অন্যদিকে জেলা সদরের পাশাপাশি লংগদু উপজেলার মাইনীমুখবাজার এবং বাঘাইছড়ি উপজেলা সদরে বসানো হয়েছে বৃহত্তর পশুরহাট। এসব হাটে জমজমাট বেচাকেনা চলছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে।

লংগদুর মাইনীমুখবাজারের পশুরহাটে আট কোটি এবং বাঘাইছড়ি উপজেলা সদরের পশুরহাটে পাঁচ কোটি টাকা লেনদেন হবে বলে আশা করছে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন।

সরেজমিন দেখা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রাঙামাটি জেলা সদরে বসানো কুরবানির পশুরহাটে বেচাকেনা জমে উঠেছে। হাটে পাহাড়ি এলাকায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা পাহাড়ি গরুর কদর বেশি। তবে দাম হাঁকা হচ্ছে বেশি। এতে হতাশা ব্যক্ত করছেন ক্রেতারা। জেলা প্রশাসনের সহযোগিতায় এ কুরবানির পশুরহাট ইজারা দিয়েছে রাঙামাটি পৌরসভা।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana