শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

ঈদযাত্রা শুভ হোক

ঈদযাত্রা শুভ হোক

কদিন বাদেই ঈদুল আজহা। ঈদ সামনে রেখে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন, বাস ও লঞ্চে ঘরমুখী যাত্রীর চাপ বেড়েছে। বরাবরের মতো এবারও যাত্রী পরিবহণকারী সংস্থাগুলো আগাম টিকিট বিক্রি করেছে। বৃষ্টি ও ঢাকামুখী পশুবাহী গাড়ির কারণে ঈদযাত্রা কিছুটা বিঘ্নিত হতে পারে। তবে যাত্রা সর্বোচ্চ মাত্রায় নির্বিঘ্ন রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে এতদিন যাত্রীদের চাপ না থাকলেও ঈদ যত ঘনিয়ে আসছে, পরিস্থিতির ততই পরিবর্তন হচ্ছে। অনেকে আবার মোটরবাইকসহ নিজস্ব বাহনেও বাড়ি যাচ্ছেন। তবে বাইকে চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। সবার আগে যাওয়ার প্রতিযোগিতা আর সামান্য অসতর্কতার কারণে বাইকের আরোহী যেমন নিজেদের মৃত্যু ডেকে আনতে পারেন, তেমনি আশপাশে থাকা পরিবহণের যাত্রীদেরও জীবন বিপন্ন হয়ে উঠতে পারে। এছাড়া দূরপাল্লার সব পরিবহণই রাস্তায় চলাচলের উপযুক্ত কিনা, সে ব্যাপারে আগেই পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া উচিত।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana