শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

‘শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রকাশ করবে বিএনপি’

‘শিগগিরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রকাশ করবে বিএনপি’

ডেস্ক রিপোর্ট:

শিগগিরই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পাঠাগার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সংবিধানের যে সংশোধনীর কথা বলে সরকার জোর করে ক্ষমতায় বসে আছে, সেই পঞ্চদশ সংশোধনী বৈধ নয়। সেটি সংবিধান ও বিচারকদের রায় বিরোধী। ফলে তা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। শেখ হাসিনার আত্মবিশ্বাস এমন জায়গায় চলে গেছে যে, তিনি আর ক্ষমতায় নেই, সেটা বুঝতে পেরেছেন। কারণ তিনি নিজেই বলেছেন, সেন্টমার্টিন দ্বীপ দিয়ে দিলে ক্ষমতায় থাকতে পারবেন; আর না দিলে ক্ষমতায় থাকতে পারবেন না।

দেশে উন্নয়ন বিভ্রম প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, দেশে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। এই সরকার জনগণের ইচ্ছার বাইরে অবৈধভাবে জোর করে ক্ষমতা দখল করে আছে। দেশের মানুষের এখন একটিই লক্ষ্য, তারা তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। সংসদ বিলুপ্ত করে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana