বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ৩ লাখ ২৯ হাজার

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ৩ লাখ ২৯ হাজার

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা দ্য ফ্রিডম ফান্ড বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সংস্থায় ফিন্যান্স ম্যানেজার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদসংখ্যা: ১
যোগ্যতা: বাংলাদেশে চ্যারিটি ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তৃণমূল পর্যায়ের কোনো সংস্থায় ফিন্যান্স বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া মার্কিন সরকারের আর্থিক সম্মতির প্রয়োজনীয় বিষয় পরিচালনার অভিজ্ঞতাও থাকতে হবে। আইটি দক্ষতাসহ এমএস এক্সেলের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতাসহ সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা
কর্মস্থল: ঢাকা

বেতন: মাসিক বেতন ৩,২১,২৫৮ থেকে ৩,২৯,৭১৩ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)।

সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্যবিমা, বার্ষিক ছুটি ১৫ দিন, নৈমিত্তিক ছুটি ১০ দিনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কভার লেটার (এক পৃষ্ঠা), দুটি প্রফেশনাল রেফারেন্সসহ সিভি (ইংরেজি) পিডিএফ ফরম্যাট করে jobs@freedomfund.org ঠিকানায় ই-মেইল করে দিতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘ফিন্যান্স ম্যানেজার, বাংলাদেশ’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৩, সকাল ৯টা পর্যন্ত।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana