শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

কোনা জালে ধরা পড়ল ৮ ফুট লম্বা কুমির

কোনা জালে ধরা পড়ল ৮ ফুট লম্বা কুমির

ডেস্ক রিপোর্ট:

বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ ফুট লম্বা কুমির। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব ঘোষেরচর ভুঁইয়াবাড়ি লঞ্চঘাট এলাকায় জয়ন্তী নদীতে কোনা জালে কুমিরটি ধরা পড়ে।

পূর্ব ঘোষেরচর গ্রামের জেলে মো. আবদুর রহমান জানান, সোমবার সকালে ওই গ্রামের মোতাহার তালুকদারের ছেলে জাবুল তালুকদার ইলিশ ধরার জন্য ভূঁইয়া বাড়ি লঞ্চঘাট এলাকায় কোনা জাল ফেলেন। বেলা ১১টার দিকে জেলেরা জাল টানা শুরু করেন। টানার শেষপর্যায়ে জালের মধ্যে প্রায় ৮ ফুট লম্বা বিরল প্রজাতির কুমির ওঠে। কুমিরটি সংরক্ষণের জন্য প্রশাসনকে সংবাদ দেওয়া হয়।

নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, ইলিশের জালে একটি কুমির ধরা পড়েছে। নদীতে আরও কুমির থাকতে পারে। তাই নদীতে গোসল এবং মাছ ধরার সময় জেলে ও সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana