শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ

এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ

একুশে ডেস্ক :

এশিয়ান গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশের তিন প্রতিপক্ষ হলো চীন,মিয়ানমার ও ভারত।

মঙ্গলবার দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ এই গোলদাতাসহ তিন সিনিয়রকে রেখে এশিয়াডের দল ঘোষণা করেছে ভারত। এশিয়ান গেমসে এ-গ্রুপে রয়েছে বাংলাদেশ।

গ্রুপে র‌্যাংকিংয়ে সবার উপরে চীন (৮০)। এরপর ভারত ১০০ ও মিয়ানমার ১৬০তম স্থানে। বাংলাদেশের র‌্যাংকিং ১৮৯। তার ওপর শক্তিশালী দল পাঠাচ্ছে না বাংলাদেশ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা থাকায় চীনে যেতে পারছেন না জাতীয় দলের একাধিক তরুণ ফুটবলার। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হাংঝুতে বসবে এবারের এশিয়ান গেমসের আসর। একই সময়ে এশিয়ার ক্লাব ফুটবলের দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং এএফসি কাপ চলবে।

এই দুটি আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের দুই ক্লাব কিংস ও ঢাকা আবাহনী। ফলে এশিয়ান গেমসে এ দুই ক্লাবের ফুটবলারদের পাচ্ছে না বাফুফে। এশিয়ান গেমসের পুরুষ ফুটবল ইভেন্ট অনূর্ধ্ব-২৩ অলিম্পিক দল খেলে। তিনজন সিনিয়র ফুটবলার খেলতে পারেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এশিয়ান গেমসের জন্য ৫৮ জন ফুটবলার রেখেছিল। এতে শেখ মোরসালিন, আনিসুর রহমান জিকো, মোহাম্মদ হƒদয়, ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, রিমন হোসেন, তারিক কাজীসহ ছিলেন অনেকে।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana