রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

জিম্বাবুয়ের সর্বকালের সেরা ব্যাটার এখন কোহলিদের কোচ

জিম্বাবুয়ের সর্বকালের সেরা ব্যাটার এখন কোহলিদের কোচ

একুশে ডেস্ক :

বড় বড় তারকা খেলোয়াড়দের সমাহার, কিন্তু একবারও আইপিএল ট্রফির ছোঁয়া পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। অধরা সেই সাফল্যের স্বাদ পেতে এবার তাদের ভরসা অ্যান্ডি ফ্লাওয়ার। জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্ব ক্রিকেটের দারুণ সফল এই কোচকে প্রধান কোচের দায়িত্ব দিল দলটি।

বেঙ্গালোরে ফ্লাওয়ার শিরোপা জয়ের ছক সাজাবেন অধিনায়ক ফাফ দু প্লেসি, দলের প্রতীক হয়ে ওঠা বিরাট কোহলির মতো তারকাদের সঙ্গে। দু প্লেসির সঙ্গে তিনি কাজ করেছেন ক্যারিবিয়িান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংসেও।

গত মৌসুমে দলের ব্যর্থতার পর ডিরেক্টর অব কোচিং মাইক হেসন ও প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে চুক্তি আর নবায়ন করেনি বেঙ্গালোর। গতবার চার মৌসুমের মধ্যে প্রথমবার প্লে অফে উঠতে ব্যর্থ হয় দলটি।

দল গঠন ও পরিচালনার ব্যয়, তারকার ভার, জনপ্রিয়তা, সব দিক থেকে বরাবরই আইপিএলের শীর্ষ ফ্রাঞ্চাইজির একটি বেঙ্গালোর। কিন্তু একবারও তারা শিরোপা জিততে পারেনি। ১৬ আসরে তাদের সেরা সাফল্য তিন বার রানার্স আপ হওয়া। সেটিও তারা সবশেষ পেরেছে সেই ২০১৬ সালে।

খরা ঘোচানোর আশায় এবার পরীক্ষিত একজনকে কোচের দায়িত্বে আনল দলটি। জিম্বাবুয়ের সর্বকালের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত ফ্লাওয়ার কোচ হিসেবে বিশ্ব ক্রিকেটে নিজের আলাদা জায়গা করে নেন ইংল্যান্ডের দায়িত্বে। ২০০৭ সালে সহকারী কোচ হিসেবে শুরুর পর ২০০৯ সালে প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। ওই বছরই অ্যাশেজ জিতে নেয় ইংল্যান্ড। পরে তারা ২৫ বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাশেজ জিতে ফিরতে পারে। ২০১৩ সালেও ইংলিশরা ধরে রাখে অ্যাশেজ।

তার কোচিংয়েই প্রথম আইসিসি শিরোপার স্বাদ পায় ইংল্যান্ড ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয় তারা রানার্স আপ। তার সময়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষেও পা রাখে ইংল্যান্ড।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana