বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো নিকলী

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো নিকলী

 নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের উপহারের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে নিকলীতে আরো ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তরের মধ্যদিয়ে নিকলী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেছেন উপজেলা প্রশাসন। আজ বুধবার ঘর হস্তান্তর ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না౼প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন জানান, উপজেলা প্রশাসন কর্তৃক নির্মিত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২০টি পরিবারের হাতে জমির দলিল হস্তান্তরসহ ঘরের দখল বুঝিয়ে দেয়া হয়েছে। উপজেলায় এ পর্যন্ত ১৩২জন উপকারভোগীদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর মধ্যদিয়ে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজ,নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এম.রুহুল কুদ্দুস ভূইয়া জনি, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাঃ রেজিয়া আক্তারসহ বিভিন্নস্তরের জনপ্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana