রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
একুশে ডেস্ক :
পাকিস্তানকে ২০১ রানে অলআউট করে জয়ের স্বপ্নে বিভোর ছিল আফগানিস্তান ক্রিকেট দল। কিন্তু দুর্দান্ত বোলিংয়ের পর প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি আফগানরা।
বাজে ব্যাটিংয়ের কারণে ১৪২ রানে হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে যায় আফগানিস্তান।
খেলা শেষে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেন, আমাদের ভালো সুযোগ ছিল কিন্তু আমরা করতে পারিনি। আমি মনে করি শুরুতে আমাদের শট নির্বাচন যথেষ্ট ভালো ছিল না। এর কারণেও আমরা কিছু উইকেট হারিয়েছি।
দলের ব্যাটিং নিয়ে আক্ষেপ থাকলেও বোলিংয়ে মুগ্ধ হাশমতউল্লাহ। তিনি বলেন, আমি আমাদের বোলিং পারফরম্যান্সে খুশি। এটা প্রথম ম্যাচ, পরের কয়েকটি ম্যাচের জন্য অপেক্ষা করছি। আমাদের শট নির্বাচনে আরও স্মার্ট হতে হবে।