বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দেওয়ার বিধান

ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দেওয়ার বিধান

আমি কিছু দিন আগে একটি ঘড়ি ক্রয় করি। কেনার পর ত্রুটি ধরা পড়লে আমি দোকানে ঘড়িটি ফেরত দিতে যাই। তখন বিক্রেতা বলেন-আমি আপনাকে কিছু টাকা ফেরত দিচ্ছি, আপনি ঘড়িটি রেখে দিন। আমি কিছু টাকা ফেরত নিয়ে ঘড়িটি আমার কাছে রেখে দিই। পরে একজন হুজুরকে বিষয়টি বললে তিনি বলেন, ত্রুটির কারণে কিছু টাকা ফেরত নিয়ে ঘড়িটি রেখে দেওয়া বৈধ হয়নি। আপনি ঘড়ি রাখতে চাইলে বিক্রেতা থেকে কোনো টাকা ফেরত নিতে পারবেন না। অন্যথায় ঘড়িটিই ফেরত দিতে হবে। এখন আমার জানার বিষয় হলো, কিছু টাকা ফেরত নিয়ে ঘড়ি রেখে দেওয়া বৈধ হয়েছে কি না? আর হুজুরের কথা ঠিক কি না?
আবদুর রহমান হবিগঞ্জ
উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে বিক্রেতা যেহেতু নিজে থেকেই স্বেচ্ছায় আপনার সঙ্গে এভাবে সমঝোতা করেছেন এবং কিছু টাকা ফেরত দিয়ে ঘড়িটি রেখে দিতে অনুরোধ করেছেন তাই আপনার জন্য সে প্রস্তাব গ্রহণ করা বৈধ হয়েছে। এটি মূলত মূল্য ছাড় দেওয়ার মতো বিষয়, যাতে বিক্রেতার সম্মতি রয়েছে। আর হুজুর যে মাসআলা বলেছেন, তা প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে না বরং মাসআলাটি ওই ক্ষেত্রে প্রয়োগ হবে, যেখানে ত্রুটি ধরা পড়ার পর বিক্রেতা সমঝোতা করতে সম্মত হবে না। তখন ক্রেতা পণ্যটি রাখতে চাইলে পুরো দাম দিয়েই রাখতে হবে। পণ্যও রাখবে আবার কিছু টাকাও ফেরত নেবে, বিক্রেতার সন্তুষ্টি ছাড়া এমনটি করা যাবে না। (কিতাবুল আসল : ১১/১৭০; আদ্দুররুল মুখতার : ৫/৪৬)
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana