বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

বৃষ্টির সময় যে দোয়া পড়বেন

বৃষ্টির সময় যে দোয়া পড়বেন

বৃষ্টি কখনো আল্লাহর রহমত, আবার কখনো গজব। রাসুল (সা.) বৃষ্টির সময় আল্লাহর রহমতের জন্য দোয়া করতেন।তিনি দোয়া করতেন-‘আল্লাহুম্মা সাইয়িবান নাফিয়াহ’ অর্থাৎ ‘হে আল্লাহ! আপনি এ বৃষ্টিকে প্রবহমান ও উপকারী করে দিন’ (নাসায়ি : ১৫২৩)। দমকা হওয়া বইতে দেখলে রাসুল (সা.) আতঙ্কগ্রস্ত হয়ে যেতেন এবং উদ্বিগ্ন হয়ে চলাফেরা করতেন। যখন বৃষ্টি হতো তখন তিনি খুশি হতেন।
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত-আমি এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার আশঙ্কা হয়, আমার উম্মতের ওপর কোনো গজব আসে কি না। বৃষ্টি দেখলেই তিনি বলতেন,‘রাহমাতান’ অর্থাৎ এটি আল্লাহর রহমত’ (নাসায়ি : ১৯৬৯)।

রাসুল (সা.) অতিরিক্ত বৃষ্টিতে এ দোয়া করতেন-‘আল্লাহুম্মা হাওয়াইলাইনা ওয়া আলাইনা’, অর্থাৎ ‘হে আল্লাহ! আমাদের এখানে নয়, আশপাশে বৃষ্টি বর্ষণ করুন’ (নাসায়ি : ১৫২৭)। বৃষ্টি শেষ হয়ে এলে রাসুল (সা.) সাহাবায়ে কেরামদের বিশেষ একটি দোয়া পড়ার তাগিদ দিয়েছেন-‘মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহ, অর্থাৎ আল্লাহর অনুগ্রহ ও রহমতে আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে’ (বুখারি : ১০৩৮)।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana