বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন

অর্ধেক মাথা মাসাহ করলে ওজু হবে?

অর্ধেক মাথা মাসাহ করলে ওজু হবে?

আমি ওজুর মধ্যে সাধারণত পূর্ণ মাথা মাসাহ করি। একদিন তাড়াহুড়োর দরুন পূর্ণ মাথা মাসাহ করতে পারিনি। মোটামুটি অর্ধেকের মতো করেছি। আমি জানতে চাই, অর্ধেক মাথা মাসাহ করলে ওজু হবে কি?
উত্তর : হ্যাঁ, অর্ধেক মাথা মাসাহ করলেও মাসাহের ফরজ আদায় হয়ে যায়। তাই আপনার ওজু সহিহ হয়েছে। তবে সুন্নত হলো, পূর্ণ মাথা মাসাহ করা। উল্লেখ্য, সুন্নত ও মুস্তাহাবের প্রতি খেয়াল রেখে ধীরস্থিরভাবে ওজু করা উচিত। কেননা বহু হাদিসে পরিপূর্ণভাবে ওজু করা এবং সুন্দরভাবে ওজু করার প্রতি তাগিদ এসেছে। এর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। হজরত উসমান (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে ওজু করবে, তার সমস্ত শরীর থেকে পাপগুলো বেরিয়ে যাবে। এমনকি তার নখের নিচ থেকেও।’ (মুসলিম, হাদিস : ২৪৫; কিতাবুল আসল : ১/৪৬; রদ্দুল মুহতার : ১/৯৯)
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana