শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

পর্দা উঠলো ‘গণজাগরনের নৃত্য উৎসব’

পর্দা উঠলো ‘গণজাগরনের নৃত্য উৎসব’

একুশে ডেস্ক:
শিল্পকলায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে ছয় দিনব্যাপী ‘গণজাগরণের নৃত্য উৎসব’ শুরু হয়েছে। রোববার (২২ অক্টোবর) উৎসবের ১ম দিনে পরিবেশনায় অংশ নেয় ৯টি নৃত্যদল। দেশের ৬৭ টিসহ মোট ৭৫টি নৃত্য দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব।
এ নৃত্য উৎসবের উদ্বোধনী দিনে ছিলো বিভিন্ন দলের পরিবেশনা। উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি সচিব সালাহউদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বরেণ্য নৃত্যশিল্পী মিনু হক।
উৎসবের প্রথমদিনের আয়োজনে শুরুতেই ‘অবহেলার মৃত্য নয়’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্যদল। এরপর পরিবেশিত হয় নৃত্যালেখ্য পরিবেশন করে নৃত্যদল নৃত্যাঞ্চল। কত্থক কম্পোজিশন (তারানা) পরিবেশিত হয় নৃত্য পরিচালক শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। এরপরে নৃত্যালেখ্য ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি’ পরিবেশন করে বাংলাদেশ ইন্সটিটিউট অফ পারফর্মিং আর্টস। নৃত্য পরিচালক এ্যানি ফেরদৌস। খন্ডনৃত্য ‘প্রিয় বাংলাদেশ’ পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার।
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana