বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

বাসায়-অফিসে নামাজের জামাত করার পদ্ধতি

বাসায়-অফিসে নামাজের জামাত করার পদ্ধতি

আমাদের অফিসে যারা নামাজি, তারা মসজিদে যেতে না পারলে অনেক সময়ই নিজেরা জামাত করে নেন। একদিন নামাজের জন্য কাতার করে দাঁড়ানোর সময় একজন বললেন, প্রথম কাতারে যারা আছি তাদের ইমামের পেছনের কাতারেই দাঁড়াতে হবে এটা আবশ্যক নয়। ইমামের পাশে ডানে-বামে দাঁড়ালেও চলবে। আরেকজন বললেন, না, এভাবে দাঁড়ালে হবে না। ইমামকে সামনে এগিয়েই দাঁড়াতে হবে। যা হোক আমরা আর কথা না বাড়িয়ে প্রথমোক্ত ব্যক্তির কথামতো ইমামের থেকে এক কদম সরে ডানে ও বামে তিনজন করে দাঁড়িয়ে নামাজ আদায় করি। আর বাকি সহকর্মীরা আমাদের পেছনে আরেক কাতারে। এখন জানার বিষয় হলো, এভাবে কাতার করে দাঁড়ালে কি নামাজ শুদ্ধ হবে? নাকি ইমামের একদম পেছনে কাতার করা বাধ্যতামূলক?
মিজানুর রহমান ঢাকা
উত্তর : মুক্তাদি যদি সংখ্যায় দুজন বা ততোধিক হয় তা হলে নিয়ম হলো, তারা ইমামের পেছনে কাতার করবে। মুক্তাদি দুই বা ততোধিক হলে ইমামের পাশে দাঁড়ানো অনুত্তম। তাই বিনা ওজরে এভাবে দাঁড়াবে না। তবে কখনো যদি এমন পরিস্থিতি হয় যে, মুসল্লি সংখ্যা জায়গার তুলনায় বেশি তা হলে সে ক্ষেত্রে কিছু মুসল্লি ইমামের ডানে-বামেও দাঁড়াতে পারবে। (বাদায়েউস সানায়ে : ১/৩৯০; ফাতহুল কাদির : ১/৩০৯; আলবাহরুর রায়েক : ১/৩৫২)
Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2021
Design By Rana